নয়াদিল্লি: প্রতীক্ষার অবসান। আগামী ১৮ মে থেকেই ভারতের বাজারে মিলবে নোকিয়া ৩৩১০ হ্যান্ডসেটের আধুনিক সংস্করণ। ফিনল্যান্ডের মোবাইল প্রস্তুতকারী সংস্থা এইচএমডি গ্লোবালের তরফে এমনটাই জানানো হয়েছে।
এদিন এক বিবৃতি দিয়ে সংস্থা জানায়, দেশের সবকটি প্রধান প্রধান মোবাইল স্টোরে এই হ্যান্ডসেট বিক্রি হবে। জানা গিয়েছে, চারটি রঙে এই নতুন হ্যান্ডসেট পাওয়া যাবে—লাল, হলুদ (দুটিই গ্লসি ফিনিশ) এবং গাঢ় নীল ও ধূসর (দুটিই ম্যাট ফিনিশ)।
বিশ্বব্যাপী নোকিয়া কর্পোরেশনের নির্মিত নোকিয়া ফোন বিক্রি করার স্বত্ত্ব রয়েছে এইচএমডি গ্লোবাল-এর। এদিন সংস্থার তরফে জানানো হয়, ৩৩১০-এর নতুন মডেল ফোনটিতে দুটি সিম থাকবে। দুটিই ২.৫জি প্রযুক্তিসম্পন্ন হবে।
ফোনে রয়েছে ১২০০ এমএএইচ ব্যাটারি। সংস্থার দাবি, একবার চার্জ দিলে ২২-ঘণ্টা টানা কথা বলা যাবে। এছাড়া, ফোনে রয়েছে ২.৪ ইঞ্চি ডিসপ্লে, এলইডি ফ্ল্যাশ সহ ২ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লুটুথ ও ইউএসবি কানেক্টিভিটি, ১৬ এমবি ইন্টার্নাল স্টোরেজ, ৩২ জিবি পর্যন্ত এক্সটার্নাল স্টোরেজ।
২০০০-০৫ সময়কালে ভারতে দাপিয়ে বেরিয়েছিল নোকিয়া ৩৩১০ হ্যান্ডসেট। সংস্থার পরিসংখ্যান বলছে, বিশ্বব্যাপী সাড়ে ১২ কোটি হ্যান্ডসেট বিক্রি হয়েছিল।