নয়াদিল্লি: নোকিয়া ব্র্যান্ডের দ্বিতীয় অ্যানড্রয়েড স্মার্টফোন নোকিয়া-৫ আজ থেকেই পাওয়া যাবে ভারতে। এই ফোনটি অনলাইন সংস্থা যেমন ফ্লিপকার্ট বা অ্যামজনের ওয়েবসাইটে পাওয়া যাবে না। বরং নোকিয়ার ফোন বিক্রি করে যেসমস্ত নোকিয়া ডিলাররা, সেখানেই পাওয়া যাবে এই ফোন। এই স্মার্টফনোটির দাম ১২ হাজার ৮৯৯ টাকা। নোকিয়ার এই হ্যান্ডসেটটির সঙ্গে সংস্থা তাঁদের আরও দুটি স্মার্টফোন বাজারে আনছে। তারমধ্যে একটি হল নোকিয়া-৩, অপরটি হল নোকিয়া-৬। ভারতের বাজারে নোকিয়া-৩ স্মার্টফোনটির দাম করা হয়েছে ৯ হাজার ৪৯৯ টাকা। নোকিয়া-সিক্স স্মার্টফোনটি আগামী ১৪ জুলাই থেকে একমাত্র অনলাইন সংস্থা অ্যামাজনেই পাওয়া যাবে, দাম হচ্ছে ১৪ হাজার ৯৯৯ টাকা। একনজরে দেখে নেব নোকিয়া-৫এর বিশেষ কয়েকটি বৈশিষ্ট
- ৫.২ ইঞ্চি এইচডি ডিসপ্লে, যেটা কর্নিং গোরিলা গ্লাস দিয়ে রক্ষা করা।
- ফোনের মধ্যে রয়েছে কোয়ালকমস স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর
- রয়েছে ১৬ জিবির স্টোরেজ পরিষেবা
- সঙ্গে ৩০০০ এমএএইচ ব্যাটারি
- এবং ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা
চারটি রঙে পাওয়া যাবে নোকিয়া-৫। একটি পাওয়া যাবে সিলভার হোয়াইট, ম্যাট ব্ল্যাক, টেম্পারড ব্লু এবং কপার হোয়াইট রঙে। - নোকিয়া-সিক্স-এ রয়েছে ৫.৫ ইঞ্চি (১৯২০X ১০৮০) ডিসপ্লে
- সঙ্গে কোয়ালকম স্প্যাপড্রাগন ৪৩০ এসওসি
- ৩২ জিবির স্টোরেজ ক্যাপাসিটি
- এরপরও স্টোরেজ ক্ষমতা বাড়ানো যায় মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে।
- ১৬ এমপি রিয়ার ক্যামেরা