নোকিয়ার এই হ্যান্ডসেটটির সঙ্গে সংস্থা তাঁদের আরও দুটি স্মার্টফোন বাজারে আনছে। তারমধ্যে একটি হল নোকিয়া-৩, অপরটি হল নোকিয়া-৬। ভারতের বাজারে নোকিয়া-৩ স্মার্টফোনটির দাম করা হয়েছে ৯ হাজার ৪৯৯ টাকা। নোকিয়া-সিক্স স্মার্টফোনটি আগামী ১৪ জুলাই থেকে একমাত্র অনলাইন সংস্থা অ্যামাজনেই পাওয়া যাবে, দাম হচ্ছে ১৪ হাজার ৯৯৯ টাকা।
একনজরে দেখে নেব নোকিয়া-৫এর বিশেষ কয়েকটি বৈশিষ্ট
- ৫.২ ইঞ্চি এইচডি ডিসপ্লে, যেটা কর্নিং গোরিলা গ্লাস দিয়ে রক্ষা করা।
- ফোনের মধ্যে রয়েছে কোয়ালকমস স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর
- অ্যাড্রিও ৫০৫ জিপিইউ
- রয়েছে টু জিবির র্যাম
- রয়েছে ১৬ জিবির স্টোরেজ পরিষেবা
- সঙ্গে ৩০০০ এমএএইচ ব্যাটারি
- ১৩ এমপি রিয়ার ক্যামেরা
- এবং ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা
চারটি রঙে পাওয়া যাবে নোকিয়া-৫। একটি পাওয়া যাবে সিলভার হোয়াইট, ম্যাট ব্ল্যাক, টেম্পারড ব্লু এবং কপার হোয়াইট রঙে।
- নোকিয়া-সিক্স-এ রয়েছে ৫.৫ ইঞ্চি (১৯২০X ১০৮০) ডিসপ্লে
- সঙ্গে কোয়ালকম স্প্যাপড্রাগন ৪৩০ এসওসি
- ৩ জিবির র্যাম
- ৩২ জিবির স্টোরেজ ক্যাপাসিটি
- এরপরও স্টোরেজ ক্ষমতা বাড়ানো যায় মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে।
- ১৬ এমপি রিয়ার ক্যামেরা
- ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা