রোহতক: দেশে আইন আছে তাই। না হলে যারা ভারতমাতার জয় বলতে আপত্তি করছে, তাদের মাথা কেটে নিতেন তিনি। এই মন্তব্যের জন্য যোগগুরু রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল হরিয়ানার রোহতকের একটি আদালত।


৩ অগাস্ট এ ব্যাপারে পরবর্তী শুনানি।

১২ মে আদালত এই ইস্যুতে রামদেবের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু একের পর এক শমন ও ওয়ারেন্ট সত্ত্বেও রামদেব আদালতে আসেননি। এরপরই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়।

গত বছর এপ্রিলে রোহতকেই সদ্ভাবনা সম্মেলনে এই মন্তব্যটি করকেন যোগগুরু। বলেন, দেশে যদি আইনের শাসন না থাকত, তবে ভারত মাতার জয় বলতে যাদের আপত্তি রয়েছে, তাদের মাথা কেটে নিতেন তিনি।