দয়াশঙ্করের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
ABP Ananda, web desk | 25 Jul 2016 04:18 PM (IST)
লখনউ: বিএসপি নেত্রী মায়াবতীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের জন্য বহিষ্কৃত বিজেপি নেতা দয়াশঙ্করের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল স্থানীয় একটি আদালত। এই পরোয়ানা চেয়ে জেলা পুলিশ আদালতের দ্বারস্থ হয়েছিল। আজ পুলিশের সেই আর্জি আদালত মঞ্জুর করেছে বলে জানিয়েছেন আইজি (আইন-শৃঙ্খলা) হরিরাম শর্মা। এদিকে, দয়াশঙ্করের স্ত্রী স্বাতীও বিএসপি নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্যের জন্য পকসো আইনে এফআইআর দায়েরের অনুরোধ করেছেন। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে আইজি বলেন, জেলা প্রশাসনের কাছে বিএসপি বিক্ষোভের সিডি চেয়ে পাঠানো হয়েছিল। তা হাতে পাওয়া গিয়েছে। সিডিটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। মায়াবতীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য বিএসপি দয়াশঙ্করের বিরুদ্ধে তফশিলি জাতি ও উপজাতি আইনে গত ১৯ জুলাই এফআইআর দায়ের করেছিল বিএসপি। এর পাল্টা গত ২২ জুলাই দয়াশঙ্করের মন্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে অপশব্দ ব্যবহারের অভিযোগ স্বাতী বিএসপি নেতাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন।