হাফিদ সঈদ, সালাহুদ্দিনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি বিশেষ এনআইএ আদালতের
Web Desk, ABP Ananda | 02 Nov 2018 08:14 PM (IST)
নয়াদিল্লি: বিশেষ এনআইএ আদালত সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত দেওয়ায় জড়িত থাকায় জামিন অযোগ্য পরোয়ানা জারি করল হাফিজ সঈদ, সৈয়দ সালাহুদ্দিনের বিরুদ্ধে। জাতীয় তদন্ত সংস্থার মুখপাত্র বলেছেন, এনআইএ কাশ্মীর উপত্যকা ও ভারতের অন্যান্য জায়গায় অশান্তি ছড়াতে সন্ত্রাসবাদী কার্যকলাপে সক্রিয় ভাবে যুক্ত থাকায় এই অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারির জন্য বিশেষ এনআইএ আদালতের দ্বারস্থ হয়। ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালাতে এই ২জন পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়া সন্ত্রাসবাদীদের জড়ো করে বিচ্ছিন্নতাবাদী, বিভেদকামীদের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে ভারতে ঢুকিয়ে দিয়েছে। ভারত থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করার ঘৃণ্য পরিকল্পনা ছিল তাদের। প্রসঙ্গত, লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনের মাথা সহ ১২ অভিযুক্তের বিরুদ্ধে এই মামলায় গত ১৮ জানুয়ারি চার্জশিট দিয়েছে এনআইএ। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধঘোষণার চক্রান্ত করায় সঈদ ও সালাহুদ্দিনের বিরুদ্ধে ১২৭৯৪ পৃষ্ঠার চার্জশিট পেশ করেছে তদন্ত সংস্থাটি। তারা জানায়, তদন্ত চলাকালে তাদের টিম জম্মু ও কাশ্মীর, দিল্লি, হরিয়ানার ৬০-টির বেশি স্থানে তল্লাশি চালিয়ে ৯৫০-টির বেশি আপত্তিকর নথিপত্র ও ৬০০-র বেশি ইলেকট্রনিক সাজসরঞ্জাম উদ্ধার, বাজেয়াপ্ত করেছে। ৩০০-র বেশি সাক্ষীর বক্তব্য খতিয়ে দেখা হয়েছে। এনআইএ বলেছে, নথিপত্র ও ইলেকট্রনিক সাজসরঞ্জাম বিশ্লেষণ করে বেরিয়ে এসেছে যে, অভিযুক্ত হুরিয়ত নেতা, সন্ত্রাসবাদী ও পাথরবাজরা ‘সুপরিকল্পিত’ ফৌজদারি চক্রান্তের অঙ্গ হিসাবে জম্মু ও কাশ্মীরে হিংসা ছড়িয়েছে, সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়েছে। সেই চক্রান্ত রচনা করা হয়েছে পাকিস্তানে ঘাঁটি গেড়ে বসা সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সক্রিয় সহায়তা, মদত ও আর্থিক সাহায্য নিয়ে। ওদের লক্ষ্য ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জম্মু ও কাশ্মীরকে বিচ্ছিন্ন করা।