নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ দেশের জ্বালানি বিক্রয় সংস্থাগুলিও বাড়িয়ে দিল রান্নার গ্যাসের দাম। ভর্তুকি বিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আরও ৮৬ টাকা বাড়ল। এখন সিলিন্ডার পিছু দাম চোকাতে হবে ৭৩৭ টাকা ৫০ পয়সা। এই প্রথম এক লাফে এতটা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম।
যে সব গৃহস্থ রান্নার গ্যাসে আর সরকারি ভর্তুকি নেন না বা যাঁরা বছরে ১২টার বেশি গ্যাস সিলিন্ডার নেন, তাঁদের এই অতিরিক্ত মূল্য দিতে হবে। সরকার নিয়ম করে দিয়েছে, যে পরিবারগুলির বাৎসরিক আয় অন্তত ১০ লাখ টাকা, তারা আর এই ভর্তুকি পাবে না। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে ১ কোটিরও বেশি পরিবার রান্নার গ্যাসে ভর্তুকির সুবিধে ত্যাগ করেছে।
এই দাম বৃদ্ধির আগে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল ৬৫১ টাকা ৫০ পয়সা।
তবে একইসঙ্গে বেড়েছে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দামও। সিলিন্ডার পিছু দাম বেড়েছে ১৩ পয়সা করে। এখন সিলিন্ডারের জন্য দাম দিতে হবে ৪৩৪ টাকা ৯৩ পয়সা।
গত অক্টোবর থেকেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ক্রমাগত বাড়ছে। সেপ্টেম্বরে দিল্লিতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল ৪৬৬ টাকা ৫০ পয়সা। ৬ ধাপে ৫৮ শতাংশ বেড়ে এখন তা দাঁড়িয়েছে ৭৩৭ টাকা ৫০ পয়সা, অর্থাৎ অক্টোবর থেকে এখনও পর্যন্ত ২৭১ টাকা বেড়েছে।
আরও ৮৬ টাকা বাড়ল ভর্তুকি বিহীন গ্যাস সিলিন্ডারের দাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Mar 2017 08:20 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -