নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কয়েক ঘণ্টার মধ্যে এবার ভর্তুকিহীন রান্নার গ্যাস ও কেরোসিনের দাম বাড়ল। একইসঙ্গে দাম বাড়ল বিমানে ব্যবহৃত জ্বালানির। আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই দাম বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ১৮ টাকা বেড়েছে। এর আগে পরপর তিনবার এই দাম হ্রাস পেয়েছিল। শেষবার গত ১ এপ্রিল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমেছিল। তার আগে ফেব্রুয়ারি ও মার্চে সিলিন্ডার-পিছপ দাম কমেছিল যথাক্রমে ৮২ টাকা ও ৬১ টাকা।

একইভাবে, খোলা বাজারে বিক্রিত ভর্তুকিহীন কেরোসিনের দাম লিটারে ৩ টাকা করে বাড়ানো হয়েছে। তবে, এর ফলে, রেশন দোকানের মাধ্যমে বিক্রিত ভর্তুকিযুক্ত কেরোসিনের দামের কোনও হেরফের হবে না বলেই জানা গিয়েছে। পাশাপাশি, বেড়েছে বিমানে ব্যবহৃত জ্বালানি এয়ার টার্বাইন ফুয়েল (এটিএফ)-ও।

প্রসঙ্গত, শনিবারই পেট্রল ও ডিজেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।