উত্তর গুজরাত এক্সিট পোল- বিজেপি পেতে পারে ৩৫, কংগ্রেস ১৮ আসন
Web Desk, ABP Ananda | 14 Dec 2017 02:58 PM (IST)
উত্তর গুজরাত এক্সিট পোল উত্তর গুজরাত এক্সিট পোল ২০১৭ আপডেট উত্তর গুজরাতের ৫৩ আসনের বুথ ফেরত সমীক্ষাতেও কংগ্রেসের চেয়ে অনেকটাই এগিয়ে বিজেপি। বিজেপি ৪৯ শতাংশ, কংগ্রেস ৪২ শতাংশ, অন্যান্যরা ৯ শতাংশ ভোট পেতে পারে। সমীক্ষা অনুযায়ী বিজেপির ঝুলিতে যেতে পারে ৩৫ আসন। কংগ্রেস পেতে পারে ১৮ টি আসন। অন্যান্যদের খালি হাতেই ফিরতে হতে পারে।