বুধবারের ছাত্র সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। সেই ঘটনারই প্রতিবাদে এই ফেসবুক পোস্ট করেন লেডি শ্রীরাম কলেজের ছাত্রী গুরমেহর। তাঁর বাবা যখন ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে শহিদ হন, সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ২ বছর। জ্ঞান হওয়া থেকেই পাকিস্তানের প্রতি ঘৃণা ছিল গুরমেহরের। তিনি ৬ বছর বয়সে বোরখা পরা এক মহিলাকে ছুরি দিয়ে আঘাত করতে চেয়েছিলেন। কারণ, তাঁর মনে হয়েছিল, ওই মহিলাই তাঁর বাবার মৃত্যুর জন্য দায়ী। পরে গুরমেহরের মা তাঁকে বোঝান, পাকিস্তান নয়, যুদ্ধের জন্যই প্রাণ হারান মনদীপ।
এহেন গুরমেহরই এবিভিপি-র বিরোধিতা করায় তাঁকেও দেশ-বিরোধী তকমা দেওয়া হয়েছে। শহিদের মেয়ে অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি ছাত্র-ছাত্রীদের অধিকারের জন্য লড়াই করছেন।