নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকালের বারাণসীর রোড শো নিয়ে কটাক্ষ তাঁরই মন্ত্রিসভার সদস্যের। কেন্দ্রে বিজেপির শরিক দল রাষ্ট্রীয় লোক সমতা পার্টির প্রধান উপেন্দ্র কুশওয়া বলেছেন, বিজেপির বন্ধুদের বলব, একজন প্রধানমন্ত্রীকে রোড শো করাটা মানায় না। তিনি পদযাত্রা (Rally) করুন, ঠিক আছে, কিন্তু রোড শো নয়।
রাজনৈতিক মহলের বক্তব্য, কেন্দ্রের শাসক জোট এনডিএ-তে বড় শরিক বিজেপির সঙ্গে বাকিদের সম্পর্কে জটিলতারই ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর ওই মন্তব্য। শোনা যাচ্ছে, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে কয়েকটি আসনে লড়তে চেয়েছিল কুশওয়ার দল। কিন্তু বিজেপি রাজি না হওয়ায় অসন্তুষ্ট তারা। কয়েকটি ছোট দলের সঙ্গে হাতও মেলান কুশওয়া। কুশওয়ার অবশ্য দাবি, প্রধানমন্ত্রী মোদী, বিজেপি সভাপতি অমিত শাহের অনুরোধে তিনি সরে এসেছেন।
প্রধানমন্ত্রীকে রোড শো করা মানায় না! কটাক্ষ শরিক মন্ত্রী কুশওয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
05 Mar 2017 01:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -