গুরুগ্রাম: রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের সাত বছরের পড়ুয়ার হত্যায় সিবিআই তদন্তে আপত্তি নেই বলে জানিয়ে দিল হরিয়ানা সরকার।


রাজ্যের শিক্ষামন্ত্রী রামবিলাস শর্মা জানান, এত বড় ঘটনার নেপথ্যে স্কুল কর্তৃপক্ষের গাফিলতি যে ছিল, তা বলার অপেক্ষা রাখে না। যদিও একইসঙ্গে বলেন, ১২০০ পড়ুয়ার ভবিষ্যতের কথা ভেবে, গোটা স্কুল বন্ধ করে দেওয়া যায় না।


তিনি যোগ করেন, গুরুগ্রাম পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী সাতদিনের মধ্যে স্কুল-মালিক অ্যালবার্ট পিন্টোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে।


মন্ত্রীর মতে, এই ঘটনায় নিরাপত্তায় ঘাটতির প্রমাণ মিলেছে। শৌচাগারের জানালার কাচ ভিতর দিয়ে ভাঙা হয়েছিল বলেও দাবি করেন রামবিলাস।


মন্ত্রী জানান, পুলিশ এই ঘটনায় জোরকদমে তদন্ত চালাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তিনি যোগ করেন, নিহত ছাত্রের বাবা-মা যদি এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেন, তাহলে সরকার তাদের দাবি মেনে নেবে।


এই ঘটনার অব্যবহিত রাজ্যের প্রতিটি স্কুলে-- সরকারি ও বেসরকারি-- নির্দেশিকা পাঠিয়ে পড়ুয়াদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বলেছে হরিয়ানা প্রশাসন।


প্রসঙ্গত, গত শুক্রবার সাত বছরের প্রদ্যুম্নকে স্কুলের শৌচাগারে মৃত উদ্ধার করা হয়। তার গলার নলি কাটা ছিল। স্কুলেরই বাস কন্ডাক্টর অশোক কুমারকে এই কাণ্ডে গ্রেফতার করা হয়।


পুলিশের দাবি, এই হত্যার কথা স্বীকার করেছে অশোক। জেরায় সে জানায়, শিশুটির ওপর যৌন অত্যাচার চালানোর চেষ্টা করেছিল। স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও নিরাপত্তা কর্মীদের সরিয়ে দেওয়া হয়।