ভোপাল: ছেলে আকাশ বিজয়বর্গীয়কে শোকজ নোটিস ধরানো হয়েছে, এমনটা তাঁর জানা নেই। বললেন কৈলাস বিজয়বর্গীয়। ইন্দোর পুরসভার লোকজন এলাকার একটি জীর্ণ বাড়ি ভাঙতে গেলে বিজেপি বিধায়ক আকাশের রোষানলের শিকার হন সম্প্রতি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক পুর অফিসারকে ক্রিকেট ব্যাট দিয়ে মারছেন তিনি। এ নিয়ে তীব্র ক্ষোভ জানান নরেন্দ্র মোদি নিজে, জানিয়ে দেন, যত প্রভাবশালী নেতাই হোন, কারও ছেলেমেয়েই অন্যায় করে পার পাবে না, কড়া ব্যবস্থা নিতে হবে। কিন্তু রাজ্য বিজেপি নেতাদের তরফে নানা ধরনের বক্তব্য শোনা যাচ্ছে। মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি বৃহস্পতিবার জানান, এ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এক জাতীয় নেতা আকাশকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলে জানান। এ ব্যাপারে প্রশ্ন করা হলে শনিবার রাজ্য বিজেপির অফিস সেক্রেটারি বিধায়ক সত্যেন্দ্র ভূষণ সিংহ বলেন, আমার অন্তত এমন কিছু জানা নেই।
আকাশ এখন জামিনে মুক্ত। বিজেপি সাধারণ সম্পাদক কৈলাসকে ছেলের বিরুদ্ধে শোকজ নোটিসের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কিছু জানি না। সবে দিল্লি থেকে ভোপাল এলাম। তবে সংবাদপত্রে রিপোর্ট দেখলাম যে, আকাশকে নোটিস পাঠানো হয়েছে।
ছেলেকে এ ব্যাপারে তিরস্কার করেছেন কিনা, প্রশ্ন করা হলে কৈলাস বলেন, বাবা হিসাবে যা করা উচিত, সেটাই তিনি করেছেন। আরও বলেন, বকা দেওয়া, বোঝানো। এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাই না।
প্রসঙ্গত, জামিনে মুক্তির পর আকাশকে বিজেপি কর্মী-সমর্থকরা সাড়ম্বরে সংবর্ধনার মেজাজে জেল থেকে মিছিল করে নিয়ে যান বলে অভিযোগ। তবে পুরকর্তা নিগ্রহে দুঃখপ্রকাশ, ক্ষমা চাওয়া-কিছুই করেননি আকাশ। তিনি জানিয়ে দেন, ভবিষ্যতে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরবেন মহাত্মা গাঁধীর অহিংসার রাস্তায়।
আকাশকে শোকজ নোটিস? কিছুই জানা নেই, বললেন কৈলাস
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jul 2019 06:43 PM (IST)
ছেলেকে এ ব্যাপারে তিরস্কার করেছেন কিনা, প্রশ্ন করা হলে কৈলাস বলেন, বাবা হিসাবে যা করা উচিত, সেটাই তিনি করেছেন। আরও বলেন, বকা দেওয়া, বোঝানো। এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাই না।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -