আমদাবাদ: অরুণাচল প্রদেশ ভারতেরই অবিচ্ছেদ্য অঙ্গ। কারও আপত্তিতে কিছু যায় আসে না। চিনের উদ্দেশ্যে সাফ জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।
সম্প্রতি, অরুণাচল প্রদেশের সফরে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। চিন-সীমান্ত লাগোয়া আনজো জেলা পরিরদর্শনে যান নির্মলা। সেখানে তিনি সামরিক বাহিনীর প্রস্তুতির হাল-হকিকৎ খতিয়ে দেখেন। একইসঙ্গে সেখানে দূর্গম এলাকায় মোতায়েন জওয়ানদের সঙ্গে কথাও বলেন।
নির্মলার এই সফরের সমালোচনা করে চিন। বেজিংয়ের মতে, বিতর্কিত এলাকায় তাঁর এই পরিদর্শন শান্তির পক্ষে ইতিবাচক নয়। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনউইং বলেন, এধরনের সফরের আগে চিনের অবস্থানের বিষয়টি মাথায় রাখা উচিত ভারতের।
এর জবাবে, ভারত সাফ জানিয়ে দিয়েছে, অরুণাচল ভারতেরই অবিচ্ছেদ্য অঙ্গ। সীতারামন বলেন, (চিনের) সমস্যা টা কী? কোনও সমস্যাই নয়। এটা আমাদের ভূমি। আমরা সেখানে যাব। তাঁর সাফ জবাব, এই বিষয়ে অন্যের মতামত নিয়ে আমরা বিচলিত নই। অন্যের মতামত আমাদের কাছে গুরুত্বহীন।
এর আগে, গতমাসে ভারত-চিন সীমান্ত লাগোয়া সিকিমের নাথু লা পরিদর্শনে গিয়েছিলেন সীতারামন। সেখানে তিনি চিনা সেনা জওয়ানদের সঙ্গে দেখা করে তাদের অভিবাদন জানান প্রতিরক্ষামন্ত্রী। তাঁর ওই ব্যবহার ভীষণই প্রশংসিত হয় চিনা সংবাদমাধ্যমে।