২,০০০ টাকার নোট বাতিল হচ্ছে না, জানালেন অর্থমন্ত্রী
Web Desk, ABP Ananda | 23 Aug 2017 04:34 PM (IST)
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার ২,০০০ টাকার নোট বাতিল করার কথা ভাবছে না। আজ এমনই জানিয়ে দিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি আরও জানিয়েছেন, ২০০ টাকার নতুন নোট কবে বাজারে ছাড়া হবে, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারই সিদ্ধান্ত নেবে। গত বছরের নভেম্বরে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল হওয়ার পরে নতুন ৫০০ ও ২,০০০ টাকার নোট বাজারে ছেড়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এবার নতুন ২০০ টাকার নোট বাজারে আসতে চলেছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেছেন, ‘নতুন নোট কবে ছাপা হচ্ছে, তার উপরেই সবকিছু নির্ভর করছে। রিজার্ভ ব্যাঙ্কই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ফলে তাদের পক্ষেই নতুন নোট বাজারে ছাড়ার বিষয়টি ঘোষণা করা যথার্থ হবে। ২,০০০ টাকার নোট বাতিল করার বিষয়ে কোনও আলোচনা হয়নি।’