বেঙ্গালুরু: কর্নাটক বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হয়েছে সে। মোট ৬২৫-এ তার নম্বর ওঠে ৬২৪। তাতেও মন ভরেনি মহম্মদ কাইফ মোল্লার। খাতার পুনর্মূল্যায়ন করিয়েছে সে। এবার তার নম্বর কত উঠেছে জানেন? ৬২৫-এ ৬২৫!

কাইফ হল বেলগামের সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের ছাত্র। ৭ মে দশম শ্রেণির পরীক্ষার ফল বার হয়। দেখা যায় ১৩ লাখ পড়ুয়াকে পিছনে ফেলে আর একজনের সঙ্গে যুগ্ম প্রথম হয়েছে কাইফ। সব বিষয়ে পুরো নম্বর পেয়েছে সে, ১ নম্বর শুধু কমেছে বিজ্ঞান বিভাগে।

কিন্তু খুশি হয়নি কাইফ। সে নিশ্চিত ছিল, সায়েন্সে পুরো নম্বর পাবে সে। জেদি ছেলেটি খাতার পুনর্মূল্যায়নের আবেদন করে। এবার দেখা যায়, ওই ১ নম্বর ভুল করে কম দেওয়া হয়েছিল তাকে, পেয়ে যায় ফুল মার্কস- পুরো ৬২৫। একই সঙ্গে বোর্ড পরীক্ষায় দশম শ্রেণির প্রথম হিসেবে একা উঠে আসে সে।

একাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পড়তে চায় কাইফ। বড় হয়ে চায় আইএএস হতে। কাইফের বাবা হারুন রশিদ মোল্লা সরকারি প্রাথমিক স্কুলে পড়ান, মা পরভীন মুল্লা সরকারি হাই স্কুলে কন্নড়ের শিক্ষিকা। বাবা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় অনুপস্থিত তাঁর ছেলে, সারাদিন পড়াশোনা করে সে। আর ফাঁকে ফাঁকে যোগ দেয় স্কুলের নানা অনুষ্ঠানে, স্কুলের এনসিসি ইউনিটের কম্যান্ডারও হয়েছে সে।