নয়াদিল্লি: বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট বদলের জন্য আর কোনও সুযোগ দিতে নারাজ কেন্দ্র। সুপ্রিম কোর্টকে এবিষয়ে তাদের বক্তব্য জানিয়ে দেওয়া হল। কেন্দ্র এদিন সুপ্রিম কোর্টকে বলেছে, এ ক্ষেত্রে আর কোনও সুযোগ দেওয়া হল তা কালো টাকার বিরুদ্ধে লড়াই সহ নোট বাতিলের উদ্দেশ্যকেই বানচাল করে দেবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দায়ের করা হলফনামায় বলা হয়েছে, যাঁদের কাছে এখনও বাতিল নোট রয়ে গিয়েছে তাঁরা তা নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ার কারণ ও অজুহাত তৈরি করার জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ পেয়েছেন।
এর আগে গত ৪ জুলাই নিতান্ত উপায় না থাকায়, বৈধ কারণে যাঁরা বাতিল ৫০০, ১০০০ টাকার নোট ঘোষিত সময়সীমার মধ্যে জমা দিতে পারেননি, তাঁদের আর একটা সুযোগ দেওয়া যায় কিনা, সে ব্যাপারে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ককে ভেবে দেখার জন্য দু সপ্তাহ সময় দিয়েছিল সুপ্র্রিম কোর্ট।
গত বছরের ৮ নভেম্বর সন্ধ্যায় আচমকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতারাতি ৫০০, ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করে ৩০ ডিসেম্বরের মধ্যে তা ব্যাঙ্কে জমা দিয়ে বদলে নেওয়া যাবে বলে ঘোষণা করেন। পাশাপাশি আশ্বাস দেন, ওই সময়সীমার মধ্যে বদলে না ফেললেও ২০১৭-র ৩১ মার্চ পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কে বাতিল নোট জমা দেওয়ার সুযোগ মিলবে। তবে এজন্য কিছু নিয়ম মানতে হবে।
কিন্তু পরে সেই সিদ্ধান্ত বদলে সরকার জানিয়ে দেয়, ৩০ ডিসেম্বরই অবৈধ নোট বদলের শেষদিন, তারপর সুযোগ পাবেন শুধু তাঁরা, যাঁরা বিদেশে রয়েছেন এবং নোটবদলের সময়কালের মধ্যে দুর্গম, প্রত্যন্ত এলাকায় ডিউটিতে থাকা নিরাপত্তাকর্মীরা।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও ৩০ ডিসেম্বরের পর বাতিল নোট জমা দিতে না দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিভিন্ন পিটিশন দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। এই মামলাগুলির শুনানিতেই বাতিল নোট বদলের সুযোগ দেওয়ার কথা বিবেচনা করে দেখতে কেন্দ্রকে বলেছিল সর্বোচ্চ আদালত।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বাতিল নোট বদলের জন্য আর সুযোগ দেওয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
ABP Ananda, web desk
Updated at:
17 Jul 2017 09:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -