নয়াদিল্লি: দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরুর মত অন্তত দেশের ১০টি শহরে সংগঠিত হল প্রতিবাদ- নট ইন মাই নেম। সাম্প্রতিককালে যেভাবে একের পর এক গণধোলাইয়ের ঘটনা ঘটেছে, তাতে একাধিক মানুষ খুন হয়েছেন, তার প্রতিবাদে এই আন্দোলন।

হরিয়ানার বল্লভগড়ে গোমাংস নিয়ে যাচ্ছে সন্দেহে ট্রেনের মধ্যে এক কিশোরকে গণধোলাই দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। জনৈক তথ্যচিত্র নির্মাতা সাবা দেওয়ান দিল্লিতে এই আন্দোলনের ডাক দেন, এ জন্য ফেসবুকে একটি পেজও করেন। তারপরেই নট ইন মাই নেম ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে।

গতকাল সন্ধে ছটায় দিল্লির যন্তর মন্তরে ভিড় করেন হাজারের ওপর মানুষ। হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। হাতে নট ইন মাই নেম ব্যানার নিয়ে গণরোষে মৃত্যুর ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান সকলে। ছিলেন কংগ্রেস, জেডিইউ, আপ ও সিপিআই প্রতিনিধিরা। মৃত কিশোরের দাদাও যোগ দেন অনুষ্ঠানে।

প্রচণ্ড বৃষ্টি মাথায় করেই প্রতিবাদে সামিল হয় মুম্বই। ২০০-র বেশি মানুষ জড়ো হন বান্দ্রার কার্টার রোডে। সেখানে মৌন মানবশৃঙ্খল রচনা করেন তাঁরা। যোগ দেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা, রণবীর শোরি, কাল্কি কোয়েচলিন, শাবানা আজমি সহ বেশ কয়েকজন সেলিব্রিটি।

কলকাতাতেও মধুসূদন মঞ্চের কাছে হাজারের বেশি মানুষ যোগ দেন নট ইন মাই নেম আন্দোলনে। ছিলেন অপর্ণা সেন, ধৃতিমান চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত প্রমুখ।

হায়দরাবাদেও সংগঠিত হয় নট ইন মাই নেম। কিন্তু পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বলে। জানায়, আন্দোলনের জন্য অনুমতি নেননি তাঁরা, এর ফলে রাস্তায় যানজট হচ্ছে।

বেঙ্গালুরুতেও হয় প্রতিবাদ। এখানে যোগ দেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ।

লখনউয়ে কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদে যোগ দেন মানুষ। একইভাবে প্রতিবাদ হয় পটনা, এলাহাবাদ, তিরুঅনন্তপুরম ও চেন্নাইতে।