নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু ভোটে লড়তে আগ্রহী নন, দলে যোগ দেওয়ার একদিনের মধ্যেই জানালেন হরিয়ানার জনপ্রিয় পারফর্মার স্বপ্না চৌধুরি। আগামী বছর দিল্লির নির্বাচনে তিনি কি লড়ছেন? প্রশ্নের উত্তরে স্বপ্নার সাফ জবাব, কোনও ইচ্ছে নেই। তবে পার্টির আদেশ তিনি সবসময় পালন করবেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালকে যে তিনি মোটেই পছন্দ করেন না, তা স্বপ্না বুঝিয়ে দিয়েছেন সোজাসুজি। আপ সুপ্রিমো কেজরিবালের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে হলে তিনি কী করবেন? প্রশ্নের উত্তরে হরিয়ানার জনপ্রিয় শিল্পীর সটান জবাব, এরকম হলে তিনি সরে দাঁড়াবেন। অরবিন্দের কাছাকাছি আসতে কিংবা মুখোমুখিও হতে চান না তিনি। স্বপ্নার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে যে হইচই হচ্ছে সে ব্যাপারে খুশি নন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং বিজেপির একাংশ। দিল্লি আরএসএসের স্টেট মিডিয়া কনভেনর, রাজীব তুলির টুইটে সেই অসন্তোষের শ্লেষ ষ্পষ্ট। তিনি লেখেন, ‘ষোলকলাপূর্ণ হল। মনোজ তিওয়ারি, হংস রাজ হংস, স্বপ্না চৌধুরি।’ যদিও পরে রাজীব তাঁর টুইট-বার্তাকে একান্ত ব্যক্তিগত অভিমত বলে জানান। এটি আরএসএসের বার্তা নয়। দিল্লি বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি সেদিন স্বপ্নার সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন। তিনি বলেন, স্বপ্না একাই যে বিজেপিতে যোগ দিয়েছেন, এমনটা নয়। সংবাদমাধ্যমই তাঁর বিজেপি-যোগ নিয়ে হইচই করছে। তিওয়ারি আরও বলেন, ‘আমার মনে হয় না কেউ এতে অখুশি হয়েছেন। পার্টির বর্ষীয়ান নেতারা এই মেম্বারশিপ ড্রাইভ নিয়ে খুশি।’ এর আগে মার্চে প্রিয়ঙ্কা গাঁধী ও রাজ বব্বর জানান, স্বপ্না চৌধুরি কংগ্রেসে যোগ দিচ্ছেন। পরে সে কথা উড়িয়ে দেন শিল্পী।