চেন্নাই:  দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের রাজনীতিতে যোগদান নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এরইমধ্যে অভিনেতা জানালেন, এখনই অন্তত রাজনীতির জগতে পা দেওয়ার সম্ভাবনা তাঁর নেই। চেন্নাই বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রজনীকান্ত জানিয়েছেন, এখনই রাজনীতিতে যোগদানের কোনও বাধ্যবাধকতা তাঁর নেই। রজনীকান্তের অনুগামীর সংখ্যা প্রচুর। আগামী মাসে তাঁর জন্মদিন। ওই দিনটির পরে অনুরাগীদের সঙ্গে তিনি দেখা করতে পারেন বলেও জানিয়েছেন রজনীকান্ত। তিনি বলেছেন, জন্মদিনের (১২ ডিসেম্বর) পর তিনি অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারেন। উল্লেখ্য, সম্প্রতি ৬৬ বছরের অভিনেতা একাধিকবার রাজনীতিতে যোগদানের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে, পুরো ব্যবস্থাটাই পচে গিয়েছে। এজন্য তাঁর অনুগামীদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আর্জিও জানিয়েছিলেন তিনি। রজনীকান্তের সহ অভিনেতা কমল হাসান ইতিমধ্যেই তাঁর সম্ভাব্য রাজনীতিতে আসার   কথা বলেছেন। রজনীকান্ত রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিলে তাঁর সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে তিনি রাজি বলে জানিয়েছিলেন কমল হাসান।