অমৃতসর: ইরাকে আইএসআইএসের হাতে নিহত ২ বাঙালি সহ ৩৮ জন ভারতীয় শ্রমিকের দেহ ভারতে ফিরিয়ে আনতে না আনতেই বিতর্কে জড়ালেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিংহ। মৃতদের পরিবারের সদস্যকে চাকরি দেওয়া নিয়ে কেন্দ্রের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করলে মন্ত্রী মেজাজ হারিয়ে বলেন, এটা বিস্কুট বিলি নয়।

সেনার বিশেষ সি-১৭ বিমানে প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ অমৃতসর নিয়ে আসেন ৩৮ ভারতীয়র কফিন। বিমানবন্দরে তাঁকে মৃতদের পরিবারবর্গকে চাকরি দেওয়া নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, এ বিস্কুট বিলি করার কাজ নয়, মানুষের জীবনের প্রশ্ন, যা বলছি বুঝতে পারছেন? আমি এখনই কী করে বলব? আমার পকেটে কি কিছু আছে!

মন্ত্রী আরও বলেন, এ কি ফুটবল খেলা নাকি!  তাঁর কথায়, ওই ভারতীয়রা বেআইনি ট্রাভেল এজেন্টদের সঙ্গে  বেআইনিভাবে ইরাক গিয়েছিলেন, ফলে তাঁদের সম্পর্কে কোনও তথ্য ভারত সরকারের ছিল না। যদি জানা যেত, তাঁরা বিপদে পড়েছেন, তবে কেন্দ্র তাঁদের বাঁচানোর চেষ্টা করত।

ক্ষিপ্ত মন্ত্রীকে সামলানোর চেষ্টা করেন গত বছর বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে পঞ্জাবের অমরেন্দ্র সিংহ মন্ত্রিসভার সদস্য হওয়া নভজ্যোত সিংহ সিধু। কিন্তু ভি কে সিংহের বিরুদ্ধে সংবেদনশীলতার অভাবের অভিযোগ এনে তাঁর সমালোচনা করেন বিরোধীরা।

[embed]https://twitter.com/rssurjewala/status/980783165877964800?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fnot-like-biscuits-vk-singh-criticised-for-comment-on-38-indians-1831859&tfw_site=ndtv[/embed]

[embed]https://twitter.com/derekobrienmp/status/980785937834655744?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fnot-like-biscuits-vk-singh-criticised-for-comment-on-38-indians-1831859&tfw_site=ndtv[/embed]

গত মাসে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সংসদে দাঁড়িয়ে জানান, ২০১৬ সালে ইরাকে নিখোঁজ হওয়া ৩৯ জন ভারতীয় আইএসআইএসের হাতে খুন হয়েছেন। ৩৮ জনের দেহ কাল দেশে ফিরেছে, ১ জনের ডিএনএ পুরোপুরি এখনও মেলেনি।