নয়াদিল্লি: এবার থেকে বিধানসভা, লোকসভার মতো নির্বাচনগুলিতে প্রতিটি পোলিং বুথে ভোটারের সংখ্যা হবে সর্বাধিক ১,৪০০। কোনও বুথেই এর চেয়ে বেশি ভোটার থাকবে না। নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। হিমাচল প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে নয়া ব্যবস্থা অনুযায়ী ভোটগ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, গোয়ার পর দ্বিতীয় রাজ্য হিসেবে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে সব বুথে ভিভিপ্যাট মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এই পেপারট্রেল মেশিনে ১,৫০০-র বেশি স্লিপ ছাপা সম্ভব নয়। নকল ভোটিংয়ের সময় একশোর মতো স্লিপ ব্যবহার করা হয়। ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীন পেপারট্রেল মেশিনে নতুন রোল ঢোকাতে গেলে যে সময় ব্যয় হবে, তাতে ভোটগ্রহণ ব্যাহত হবে। তাই বুথ পিছু সর্বাধিক ভোটার হবে ১,৪০০। ভবিষ্যতে সব বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভিভিপ্যাট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভিভিপ্যাট মেশিন ব্যবহার করা হলে ভোটাররা কোন চিহ্নে ভোট দিচ্ছেন, সেটা দেখতে পান। ভোট দেওয়ার পরেই একটি স্লিপ বেরিয়ে আসে। সেটাতেই সংশ্লিষ্ট চিহ্ন থাকে। একটি বাক্সে সেই স্লিপ জমা হয়। ভোটাররা স্লিপটি বাড়ি নিয়ে যেতে পারেন না। নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেছেন, ভোট গণনার সময় ইভিএম ও পেপার ট্রেল মেশিন থেকে পাওয়া সংখ্যার তারতম্য হলে পেপার স্লিপগুলি দেখা হবে।
কোনও পোলিং বুথেই ১,৪০০-র বেশি ভোটার নয়, জানাল কমিশন
Web Desk, ABP Ananda
Updated at:
19 Oct 2017 03:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -