এটিএম থেকে বেরোল ছাপার ভুলে ভরা ৫০০ টাকার নোট
ABP Ananda, web desk | 22 Mar 2017 07:55 AM (IST)
নয়াদিল্লি: গুজরাতের জামনগর শহরের এক ব্যক্তি এটিএম থেকে পেলেন ছাপার ভুলে ভরা ছয়টি ৫০০ টাকার নোট। ব্যাঙ্ক অফ বরোদার রণজিত রোড শাখার এটিএম থেকে আলতাফ চাকি নামে এক ব্যক্তি ১০ হাজার টাকা তুলেছিলেন। এরমধ্যেই তিনি পান ছাপায় গলতি থাকা ছয়টি পাঁচশ টাকার নোট। তাঁর দাবি, একটি নোটের একটা দিক পুরোপুরি সাদা। দুটি নোটে ছিল না সিরিয়াল নম্বর। অন্য তিনটি নোটে দেবনাগরী হরফে ছাপা মূল্য ছিল অস্পষ্ট। নোটগুলি পেয়েই ওই ব্যক্তি ব্যাঙ্কের সংশ্লিষ্ট শাখায় যান। সেখানে আধিকারিকরা নোট পরীক্ষা করে দেখেন। আলতাফের ওই নোটগুলি বদলে দিয়েছে ব্যাঙ্ক। ব্যাঙ্কের রণজিত নগর শাখার ম্যানেজার রাজীব তিওয়ারি বলেছেন, তাঁদের ক্যাশিয়ার নোটগুলি পরীক্ষা করে দেখে জানতে পেরেছেন যে, সেগুলি আসল। কিন্তু ঠিকমতো ছাপা হয়নি। তিনি আরও বলেছেন, বিষয়টি রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকদেরও জানানো হয়। তাঁরা বলেন যে, যেহেতু নোটগুলি আসল, সেহেতু সেগুলি বদলানো যেতে পারে। রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে এ কথা জানার পর নোটগুলি বদলে দেওয়া হয়।