মুম্বই:  সম্প্রতি দেশের হয়ে ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট ছিনিয়ে এনেছেন হরিয়ানার মেয়ে মানুষী ছিল্লর। কিন্তু সেই মানুষীকে নিয়েই ব্যঙ্গাত্মক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস সাংসদ শশী তারুর। কিন্তু এ সব ঘটনা নিয়ে মাথা ঘামানোর সময়ই নেই মানুষীর। বিশ্ব মঞ্চে সদ্যপ্রাপ্ত সাফল্য উপভোগ করছেন তিনি। এই সময় তাঁর পদবী উল্লেখ করে ব্যাঙ্গাত্মক ট্যুইট নিয়ে ভাবার সময় কোথায় তাঁর। মানুষী জানিয়েছেন, এই ট্যুইট নিয়ে তিনি আদৌ হতাশ নন।


ষষ্ঠ ভারতীয় হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাবজয়ীর ট্যুইট, ‘‘একটা মেয়ে যে সবে মাত্র বিশ্বজয় করেছে সে ব্যঙ্গাত্মক মন্তব্য নিয়ে হতাশ হবে না। খুচরো’কে ‘চিল্লার’ বলা হয়- কিন্তু এটা ভুললে চলবে না ছিল্লারের মধ্যেই রয়েছে ‘চিল’ (শান্ত থাকা)-ও''।

উল্লেখ্যস গতকাল তারুর মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে সমালোচনা করতে গিয়ে হঠাৎই মানুষীর পদবীকে হাতিয়ার করেন তারুর।হিন্দিতে ‘খুচরো’কে ‘চিল্লার’ বলা হয়। সেই ‘চিল্লার’-এ সঙ্গে মানুষীর পদবীকে মিলিয়ে তিনি লেখেন, ‘‘নোট বাতিল একটা বড় ভুল ছিল। বিজেপির বোঝা উচিত ছিল ভারতের নগদ এখনও সারা বিশ্বে প্রভাব বিস্তার করতে পারে। দেখুন আমাদের চিল্লার মিস ওয়ার্ল্ড হয়ে গিয়েছেন।’’





তাঁর এই ট্যুইট ঘিরে নিন্দার ঝড় ওঠে।  তাঁর মন্তব্য ঘিরে সমালোচনার পরিপ্রেক্ষিতে ক্ষমাপ্রার্থনা করেছেন তারুর।তারুর বলেছেন, মানুষীর সাফল্যে প্রত্যেক ভারতীয়র মতো তিনি গর্বিত।