বালিয়া (উত্তরপ্রদেশ): ৫০০, ১০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্তে পাকিস্তান বিপাকে পড়েছে। বললেন রাজনাথ সিংহ। এই পদক্ষেপ ‘সন্ত্রাসবাদের ওপর হামলা’ বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার উত্তরপ্রদেশের বালিয়ায় বিজেপির পরিবর্তন যাত্রায় ভাষণে তিনি বলেন, ৫০০, ১০০০ টাকার নোটে লাভ হয় তাদেরই যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে। এই নোটগুলি বাতিল করে ওদের সেই শক্তি কেড়ে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাল নোট পাকিস্তানে ছাপা হয়ে এ দেশে ছড়ানো হচ্ছে তার অর্থনীতি ধ্বংস করার জন্য।
সরকারের এই সিদ্ধান্তের পাশে আছেন গরিব মানুষ, দাবি করে রাজনাথ বলেন, একটা ঐতিহাসিক মূহূর্ত ছিল গতকাল। ৫০০, ১০০০ টাকার নোট নিষিদ্ধ করে দুর্নীতির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে। হয়তো এতে কয়েকটা দিন অসুবিধা হবে, কিন্তু নিঃসন্দেহে এই পদক্ষেপ দেশকে অর্থনৈতিক সুপারপাওয়ার হয়ে উঠতে সাহায্য করবে।
গতকালের সিদ্ধান্ত পাকিস্তানকে চিন্তায় ফেলে দেবে বলেও মন্তব্য করেন রাজনাথ।
প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল সম্প্রতি সংসদে জানান, সরকারের নির্দেশে তৈরি রিপোর্ট উল্লেখ করে জানান, সারা দেশে বিপুল পরিমান জাল নোট ছড়িয়ে পড়েছে, যার ফেস ভ্যালু ৪০০ কোটি টাকা। এনআইএ-র তত্ত্বাবধানে ওই রিপোর্ট তৈরি করেছে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট। গত ৪ বছর ধরে জাল নোটের ফেস ভ্যালু একই রয়েছে বলেও জানিয়েছিলেন মেঘাওয়াল।
৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ‘সন্ত্রাসবাদের ওপর হামলা’, পাকিস্তান ‘উদ্বিগ্ন’, বললেন রাজনাথ
Web Desk, ABP Ananda
Updated at:
09 Nov 2016 07:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -