নয়াদিল্লি: ৮ নভেম্বর ১ বছর পূর্ণ করবে নোট বাতিলের সিদ্ধান্ত। এই উপলক্ষ্যে দেশজুড়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের ব্লু প্রিন্ট তৈরি করতে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী উচ্চপর্যায়ের এক বৈঠকে বসবেন। সোমবার হবে এই বৈঠক।

দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এই বৈঠকের নেতৃত্ব দেবেন রাহুল। থাকবেন এআইসিসির সাধারণ সচিবরা ও সব কটি প্রদেশ নেতৃত্ব। দেশজুড়ে আন্দোলন গড়ে তোলা নিয়ে আলোচনা করবেন তাঁরা।

জানা গিয়েছে, আন্দোলনের স্লোগান হল ‘মোদী-মেড ডিজাস্টার’ বা এমএমডি।

দেখুন রাহুলের টুইট




পথসভা, সই সংগ্রহ করে, সেমিনার ও সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে।

বসে নেই মোদী সরকারও। ৮ নভেম্বর কালো টাকা বিরোধী দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়ে দিয়েছে তারা।