জলন্ধর: নোট বাতিলের প্রভাব। পেনশন তুলতে গিয়ে ব্যাঙ্ক থেকে ২ টাকার কয়েন পেলেন অবসরপ্রাপ্ত কর্মীরা। জলন্ধরের কয়েকটি ব্যাঙ্কে নোটের অভাবে দেওয়া হচ্ছে ২ টাকা এবং ১০ টাকার কয়েন।

এক পেনশনভোগী জানিয়েছেন, ব্যাঙ্ক থেকে ১০,০০০ টাকা তুললে পাওয়া যাচ্ছে নোটে ৯,০০০ টাকা এবং ২ টাকার কয়েনে ১০০০ টাকা। এক আধজন নয়, ব্যাঙ্কে আসা বেশিরভাগ গ্রাহককেই ২ টাকার কয়েনে ১০০০ টাকা নিয়ে ফিরতে হচ্ছে।

পেনশনভোগীর প্রশ্ন, এত ২ টাকার কয়েন নিয়ে কী করবেন তাঁরা। এত খুচরো দিয়ে তো কেনাকাটা করাও মুশকিল।