ঔরঙ্গাবাদ:  গুজরাতে কংগ্রেসের প্রচার অভিযানে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী নোট বাতিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন। এরইমধ্যে কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চবন মোদী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন। এক্ষেত্রে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার দিকেও আঙুল তুলেছেন তিনি। পৃথ্বীরাজ বলেছেন, ওবামা ভারতে নোট বাতিলের জন্য চাপ তৈরি করেছিলেন। মোবাইল পেমেন্ট কোম্পানিগুলিকে সুবিধা দিতেই আমেরিকা নোট বাতিলের ষড়যন্ত্র করেছিল। সেই চাপে মাথা নত করে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।


পৃথ্বীরাজের অভিযোগ, মোদী ও লোকজন তাঁদের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের অপরিল্পিত সিদ্ধান্তকে দরিদ্রের স্বার্থে  বলে প্রচার করার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবে এর ফল ভুগতে হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষকে।

পৃথ্বীরাজ বলেছেন, নোট বাতিলের ফলে নগদহীন লেনদেনের সঙ্গে যুক্ত কোম্পানিগুলি লাভবান হচ্ছে। এটা সাম্প্রতিককালের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলেও মন্তব্য করেছেন তিনি। কারণ, এর লক্ষ্যই হল সব ধরনের লেনদেন থেকে কমিশন পাওয়ার ব্যবস্থা করা।

মহারাষ্ট্রে জেলা পরিষদের নির্বাচনের প্রচার অভিযানের অবকাশে সংবাদমাধ্যমের কাছে এই মন্তব্য করেছেন পৃথ্বীরাজ। তিনি বলেছেন, সরকার অনলাইনে লেনদেনে সাধারণ মানুষকে ২ থেকে ৪ শতাংশ কমিশন দিতে বাধ্য করছে।

তাঁর দাবি, সাধারণ মানুষ নোট বাতিলের এই গোপন উদ্দেশ্য বুঝতে পেরেছেন। দেশের পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা ও স্থানীয় নির্বাচনগুলিতে এর প্রভাব পড়বে বলেও দাবি করেছেন পৃথ্বীরাজ।