নয়াদিল্লি: নোট হয়রানি রুখতে এবার দেশের বিভিন্ন বড় দোকানে ডেবিট কার্ড সোয়াইপ করে মিলবে নগদ টাকা। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, দেশের বিভিন্ন বড় শহরের বড় বড় দোকানে এই সুবিধা মিলবে।
ডেবিট কার্ড সোয়াইপ করে ২০০০ টাকা তোলা যাবে। রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দিয়েছে, সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ৩০ ডিসেম্বর পর্যন্ত যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে যতবার প্রয়োজন টাকা তোলায় গ্রাহকদের কোনও চার্জ লাগবে না।
নোট বাতিল: দেশের বিভিন্ন বড় দোকানে এবার ডেবিট কার্ড সোয়াইপ করলে মিলবে নগদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Nov 2016 01:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -