নয়াদিল্লি:  নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আজ গাঁধীমূর্তির পাদদেশে দাঁড়িয়ে সমস্ত বিরোধী দল জোটবদ্ধ হয়ে প্রতিবাদ-আন্দোলনে সামিল হয়। মোদীর বিরুদ্ধে আজ কংগ্রেসের পাশে দাঁড়িয়ে একযোগে বিরোধিতা করে বাম-তৃণমূল।

আজকের সভায় মোদীর উদ্দেশ্যে সরাসরি তোপ দেগে কংগ্রেসের সহ সভপতি রাহুল গাঁধী জানতে চান, তিনি বুঝতে পারছেন না সংসদে কেন নোট বাতিল নিয়ে আলোচনায় সামিল হচ্ছেন না প্রধানমন্ত্রী। রাহুল মনে করেন, প্রধানমন্ত্রী যেভাবে ৫০০ ও হাজারের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন, তা কার্যত মোদীর ভাবনাচিন্তা না করে নেওয়া সবচেয়ে চটজলদি সিদ্ধান্ত। এরফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের আমজনতা।

এতবড় সিদ্ধান্ত মোদী তাড়াহুড়ো করে না নিয়ে, যদি আলোচনা করে নিতেন, তাহলে হয়তো এতটা সমস্যায় পড়তে হত না দেশবাসীকে। রাহুলের একটাই দাবি, বিরোধীরা চাইছেন প্রধানমন্ত্রী সংসদে এসে নোট বাতিল নিয়ে সওয়াল জবাবে যোগ দিক, কিন্তু সেই দাবি মানতে কীসের বাধা মোদীর, বুঝতে পারছেন না রাহুল।

রাহুল মনে করেন নোট বাতিলকাণ্ড সবচেয়ে বড় কেলেঙ্কারি, কারণ প্রধানমন্ত্রী ঘনিষ্ঠমহল আগে থেকেই এই সিদ্ধান্তের বিষয় জানতেন। তাই তিনি জেপিসিও দাবি করেছেন। রাহুলের প্রশ্ন দেশে দুর্নীতি দমনে, জাল নোট নিয়ন্ত্রণে ও কালো টাকা রোধে এভাবে এক কোটি জনসাধারণকে কেন হয়রান করা হবে? কেন্দ্র একনায়কতন্ত্র চালাচ্ছে, এভাবে প্রশাসন চলতে দেওয়া যায় না।

ইউপিএ আমলে দেশের অর্থনৈতিক হাল অনেক ভাল ছিল। এখন দেশের অর্থনীতির যা হাল, তার প্রেক্ষিতে বলা যায় কোনওভাবে সবকিছু চলছে, মন্তব্য রাহুলের। মোদীর সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে মারাত্মক আঘাত এনেছে, এর প্রভাব সুদূর প্রসারী, দাবি কংগ্রেস সহ সভাপতির।