নোট বাতিল: ২০ হাজারের বেশি রিটার্ন স্ক্রুটিনি করবে আয়কর দফতর

Continues below advertisement

নয়াদিল্লি: নোট বাতিলের আগে ও পরে ঘোষিত আয়ের মধ্যে গরমিল মেলায় ২০ হাজারের বেশি রিটার্ন ‘স্ক্রুটিনি’ করে দেখার সিদ্ধান্ত নিল আয়কর দফতর। এর পাশাপাশি, কর ফাঁকির অভিযোগে আরও প্রায় এক লক্ষ ‘হাই-রিস্ক’ রিটার্ন খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে দফতর।

Continues below advertisement

সূত্রের খবর, মোট ২০,৫৭২ রিটার্নের স্ক্রুটিনি করা হবে। সাধারণত, রিটার্ন জমা দেওয়ার পর আয়কর কর্তাদের যদি মনে হয়ে থাকে, যে সংশ্লিষ্ট রিটার্নে কোনওভাবে করফাঁকি দেওয়া হয়েছে, তাহলে তিনি সেই সংক্রান্ত বিস্তারিত নথি ও ব্যাখ্যা তলব করবেন।

চলতি বছরের ৩১ জানুয়ারি, ‘অপারেশন ক্লিন মানি’-র প্রথম পর্যায় শুরু করে আয়কর দফতর। লক্ষ্য ছিল, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের অব্যবহিত পর কালো টাকা ও বেনামি অর্থ জমা রোখা।

সরকারি পরিসংখ্যান বলছে, নোট বাতিলের ঘোষণার পর, ২৩.২২ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭.৭৩ লক্ষ সন্দেহজনক লেনদেন দফতরের নজরে এসেছে। এই লেনদেনের মোট পরিমাণ ৩.৬৮ লক্ষ কোটি টাকা।

এরমধ্যে ১৬.৯২ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য ১১.৮ লক্ষ মানুষ তাদের জবাব দিয়ে পাঠিয়েছেন। গত বছরের ৯ নভেম্বর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত মোট ৯০০টি অভিযান চালিয়েছে আয়কর দফতর। সেখানে ৬৩৬ কোটি টাকা নগদ সমেত ৯০০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে।

ওই একই সময়ে ৬,৭৪৫ কোটি মূল্যের কালো টাকার হদিশ মিলেছে।

Continues below advertisement
Sponsored Links by Taboola