নয়াদিল্লি: কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী রবিবার শেষরাত থেকে সোমবার ভোর অবধি রাজধানী দিল্লির বিভিন্ন এটিএমে ঘুরে আমজনতার সঙ্গে কথা বলেছেন। এটিএমের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের হয়রানির কথা শুনেছেন।
এটিএম ও ব্যাঙ্কের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে কথা বলেন রাহুল গাঁধী। সেখানে তিনি তাঁদের কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হয়ে সোচ্চার হওয়ার পরামর্শ দেন। দৈনন্দিন জীবনে কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের, সেবিষয়ও আমজনতার কাছে মুখ খোলার আর্জি জানান রাহুল। রাহুল জাকিরা, জাহাঙ্গীরপুরী এবং ইন্দ্রলোক এলাকার মানুষের সঙ্গে আজ সকালে কথা বলেছেন।
সোমবার সংসদে শীতকালীন অধিবেশন শুরুর ঠিক আগে কংগ্রেসের সহ-সভাপতির এই পদক্ষেপ স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছে, নোট বাতিল ইস্যুতে কংগ্রেসের পরবর্তী রণকৌশল কী হতে চলেছে। গত সপ্তাহে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন নোট বাতিল ইস্যুতে প্রথম থেকেই উত্তপ্ত। প্রতিদিনই বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রকে।
কংগ্রেস তাঁদের সমস্ত সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি করে আজ সোমবার সংসদে উপস্থিত থাকার নির্দেশ জারি করেছে।
শেষরাত থেকে ভোর, দিল্লির বিভিন্ন এটিএমে গিয়ে আমজনতার অভিযোগ শুনলেন রাহুল গাঁধী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Nov 2016 12:45 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -