নয়াদিল্লি: নোট বাতিলকাণ্ডের পর মোদি সরকারের প্রথম পরীক্ষা। দেশের অন্যান্য প্রান্তের আরও ২টি লোকসভা কেন্দ্র এবং ৭টি বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন। লোকসভা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে, অসমের লখিমপুর ও মধ্যপ্রদেশের শাহদোল। তার সঙ্গে অসম, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ ও পুদুচেরির ১টি করে এবং ত্রিপুরার ৩টি বিধানসভা কেন্দ্রেও আজ উপ নির্বাচন।