ঠানে: নোট বাতিলের কারণে সময়মতো কর্মীদের মাইনে দিতে পারেনি কোম্পানি। ক্ষোভে কারখানা চত্বরে ভাঙচুর চালানোর জন্য তিন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুত্রে এখবর জানা গেছে। অভিযোগ, গতকাল ভোরে তিন কর্মী ওয়াগলে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ওই কারখানার ভাঙচুর করেন। তাঁদের এই কাজ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
এরপরই কোম্পানির এক পদস্থ কর্তা গতকাল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তিন কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার করা হয়নি।
জানা গেছে, ওই কারখানায় কর্মীদের মাইনে প্রতি মাসের ১০ তারিখে হয়। চলতি মাসে নোট বাতিলের কারণে কোম্পানি সময়মতো মাইনে দিতে পারেনি।
নোট বাতিল: সময়মতো মাইনে না হওয়ায় কারখানায় ভাঙচুর কর্মীদের
ABP Ananda, web desk
Updated at:
16 Dec 2016 11:02 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -