নয়াদিল্লি:  নোট বাতিলের পর ডিজিটাল পেমেন্টকে জনপ্রিয় করতে, বিজ্ঞাপনে কেন্দ্রীয় সরকার প্রায় ৯৪ কোটি টাকা খরচ করে ফেলেছে, খবর সূত্রের।


তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজবর্ধন রাঠৌঢ় রাজ্যসভায় এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, গত ৮ নভেম্বর মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে আজ অবধি ডিজিটাল পেমেন্টকে জনপ্রিয় করতে  কেন্দ্রের তরফে মোট ১৪.৯৫ কোটি টাকা খরচ করা হয়েছে।

তবে বিজ্ঞাপনে এই টাকা খরচ করা হলেও, সরকারের দাবি এরফলে আখেরে লাভ হয়েছে দেশেরই। কালো টাকা, জাল নোট ও দুর্নীতি দমনে নোট বাতিল এবং ডিজিটাল পেমেন্টর ভূমিকা অনস্বীকার্য।