চেন্নাই:অভিনয় জগত থেকে রাজনীতির আঙিনায় পা রেখেছেন কমল হাসন। এবার আলওয়ারপেটে এলড্যামস রোডে তাঁর বাসভবনে চেন্নাই পুরসভার একটি স্টিকার ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল পড়ে। কমলের বাসভবনে চেন্নাই পুরসভার সেঁটে দেওয়া একটি কোয়ারেন্টিন স্টিকারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জল্পনা শুরু হয় যে, করোনাভাইরাসের কারণে এই তারকা অভিনেতাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
ওই স্টিকারে সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দাদের ১০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে বলা হয়।
এই স্টিকারের পরিপ্রেক্ষিতে কয়েকটি তামিল চ্যানেলে খবর সম্প্রচারিত হয় এবং বলা হয় যে, আধিকারিকরা সম্ভবত বিভ্রান্তির শিকার হয়েছেন। কারণ, শ্রুতি হাসন সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন এবং তিনি বর্তমানে মুম্বইতে রয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে এক বিবৃতি জারি করে সমস্ত জল্পনায় জল ঢেলেছেন কমল। তিনি জানিয়েছেন, আমার বাড়ির বাইরে সাঁটা স্টিকার দেখে খবর ছড়িয়েছি যে, আমাাকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। কিন্তু আপনাদের প্রায় সবাই জানেন, কত কয়েক বছর ধরেই আমি ওই বাড়িতে থাকি না। মাাক্কাল নিধি মাইকম দলের কাজ পরিচালিত হয়। তাই আমার কোয়ারেন্টিনের খবর সত্য নয়।
কমল লিখেছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমি সামাজিক দূরত্ব বজায় রাখছি এবং অন্যদেরও এই নির্দেশ মেনে চলার আর্জি জানাচ্ছি।
পরে অবশ্য চেন্নাই পুরসভার আধিকারিকরা ওই স্টিকারটি তুলে দেয়।
গ্রেটার চেন্নাই পুরসভার কমিশনার বলেছেন, আসলে অভিনেতার প্রাক্তন সঙ্গী গৌতমী সম্প্রতি দুবাই থেকে ফিরেছেন এবং তাঁর পাসপোর্টে ওই ঠিকানা রয়েছে। এ কারণেই পুরসভার কর্মীরা ওই স্টিকার ওই ঠিকানার বাড়ির বাইরে লাগিয়ে দিয়েছিলেন।