পুরী: অজ্ঞাতপরিচয় এক যুবকের হামলার শিকার হলেন ওড়িশার বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল পুরীতে, কোনার্কের সূর্য মন্দিরের কাছে ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল চলাকালীন ঘটেছে এই ঘটনা। ওড়িশা পর্যটন দফতর আয়োজিত এই অনুষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সুদর্শন পট্টনায়েক। অভিযোগ, সে সময় এক যুবক এসে তাঁর সঙ্গে হাত মেলাতে চায়। হাত মেলানোর অছিলায় তাঁর ঘড়ি ছিনতাই করার চেষ্টা করে সে। বাধা দিলে তাঁর হাত মুচড়ে দিয়ে ভিড়ের মধ্যে উধাও হয়ে যায়।

আহত বালুশিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবকের পরিচয় জানা যায়নি।

এই স্যান্ড আর্ট ফেস্টিভ্যালে যোগ দিয়েছেন ৯টি দেশের অন্তত ৭০ জন প্রতিনিধি।