নয়াদিল্লি:  কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসায় দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর মন্তব্য নোট বাতিলের সিদ্ধান্ত একটি সাহসী পদক্ষেপ। এর থেকে প্রমাণিত ভারত নোট বাতিলের মতো সাহসী সিদ্ধান্ত নিতে এখন প্রস্তুত। ভারতকে আর আগের মতো ভঙ্গুর অর্থনীতি হিসেবে দেখা হবে না, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (এফআইসিসিআই)-এর ৮৯ তম সাধারণ সভায় মন্তব্য করেন জেটলি।


কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, নোট বাতিলের দীর্ঘমেয়াদি সুফল আছে এবং অল্প কিছুদিনের মধ্যেই বাজারে পর্যাপ্ত নগদ এসে পড়বে। কারণ, আরবিআইয়ের তরফে খুব দ্রুততার সঙ্গে চেষ্টা করা হচ্ছে নগদের ঘাটতি পূর্ণ করার। তিনি বলেন, বর্তমানে হয়তো মানুষকে আচমকা এই সিদ্ধান্তের জেরে কিছুটা হয়রান হতে হচ্ছে, কিন্তু এর সুফল অল্প কয়েক দিনের মধ্যেই দেশবাসী বুঝতে পারবেন।





তিনি তাঁর বক্তব্যে কংগ্রেসকে কটাক্ষ করে মন্তব্য করেন, স্বাধীনতার পর একটা নতুন স্বাভাবিক ভারতের সূচনা হয়েছে এই সিদ্ধান্তের প্রভাবে। আগের সরকারের এধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো দৃঢ়তাই ছিল না।

তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের শুরু থেকেই বিরোধিতা করছে বিরোধী দলগুলো। বিরোধীদের দাবি, কেন্দ্রের সিদ্ধান্তে ধস্ত ভারতের অর্থনীতি, নাজেহাল লক্ষাধিক মানুষ। অর্থমন্ত্রীর দাবি, এই সমস্যাগুলো সবই সাময়িক। মোদীর সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে যে বিষয়টা সেটা হল, সঠিক প্রস্তুতি না নিয়ে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত ঘোষণা করে দেন। সিদ্ধান্ত ঘোষণার ঘন্টাখানেকের মধ্যেই সেটা লাগু হয়ে যায়।

আপাতত এই সিদ্ধান্তের সৌজন্যে দেশের অর্থনীতিকে দুর্নীতি ও কালো টাকা থেকে মুক্ত করে নতুন দিগন্তের দিকে এগোচ্ছে ভারত, দাবি জেটলির।