নয়াদিল্লি: এটিএম-এর লাইনে দাঁড়িয়ে থাকাকালীন হার্ট অ্যাটাক, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু প্রৌঢ়ের। মধ্যপ্রদেশের সাগর জেলার ঘটনা।

পুলিশ জানিয়েছে, এটিএম থেকে টাকা তোলার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন বিনয় কুমার পান্ডে নামে বছর ৬৯-এর ওই প্রৌঢ়। চড়া রোদে দাঁড়িয়ে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি। তত্ক্ষণাত্ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিল ঘোষণার পরই ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। বাতিল টাকা জমা এবং তা বদলানোর জন্য ব্যাঙ্কগুলিতে উপচে পড়ে ভিড়। টাকা জমা দিতে গিয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। গতকালই গুজরাতের আনন্দে টাকা জমা দিতে গিয়ে মৃত্যু হয় এক কৃষকের। মহারাষ্ট্র এবং কেরলেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।