বাজারে এসেছে নতুন ৫০ টাকার নোটও। এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন ১০ টাকার নোট আনতে চলেছে বলে খবর। এই নয়া নোটের রঙ হবে চকোলেট ব্রাউন। এতে থাকবে কোণার্কের সূর্যমন্দিরের ছবি।
২০০৫-এ শেষবার ১০ টাকার নোটে পরিবর্তন ঘটানো হয়েছিল।
জানা গেছে, নতুন ১০ টাকার নোটের নকশায় সরকারি অনুমোদন পাওয়ার পর ১০ লক্ষ নয়া নোট ছাপা হয়ে গিয়েছে। যদিও রিজার্ভ ব্যাঙ্কের কোনও আধিকারিক এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন।
নরেন্দ্র মোদী সরকার নগদহীন লেনদেনে উত্সাহিত করছে এবং ছোট নোটের মাধ্যমে জাল নোটের চলন রোখারও চেষ্টা করছে। সরকারের এই প্রয়াসের সঙ্গে সঙ্গতি রেখেই রিজার্ভ ব্যাঙ্কও নতুন এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।