নয়াদিল্লি: ‘গেরুয়া সন্ত্রাস’ বলে কিছু হয় না। বলল কংগ্রেস। মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় স্বামী অসীমানন্দ সহ ৫ জন বেকসুর ছাড় পেয়ে যাওয়ার পর হিন্দুদের সম্মানহানির অভিযোগে বিজেপি নিশানা করে কংগ্রেসকে। তারপরই কংগ্রেসের তরফে সাফাই দেওয়া হয়, সন্ত্রাসের সঙ্গে কোনও ধর্ম, সম্প্রদায়কে যুক্ত করা যায় না। কংগ্রেস মুখপাত্র পি এল পুনিয়া বলেন, সন্ত্রাসবাদের পিছনে থাকে অপরাধী মানসিকতা, কোনও ধর্ম বা সম্প্রদায় নয়। বিজেপির অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি দাবি করেন, কংগ্রেস বা রাহুল গাঁধী কোনও সময়ই হিন্দু সন্ত্রাস এই শব্দবন্ধ ব্যবহার করেননি। বিজেপি নেতা সম্বিত পাত্র বিশেষ এনআইএ আদালতে মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় অসীমানন্দদের রেহাই পাওয়ার পর কংগ্রেসকে তোপ দেগে বলেন, তোষণের রাজনীতি করে ভোটের জন্য এতদিন হিন্দুদের সন্ত্রাসের জন্য দায়ী করে অসম্মান করেছে কংগ্রেস। রাহুল গাঁধী ক্ষমা চান। পাল্টা পুনিয়া বলেন, যত সব আজেবাজে কথা। গেরুয়া সন্ত্রাস বলে কিছু নেই। আমাদের স্পষ্ট বিশ্বাস, সন্ত্রাসের জন্য কোনও ধর্ম বা সন্ত্রাসকে দোষী বলা যায় না। অপরাধী মানসিকতা থেকেই সন্ত্রাস করা হয়। রাহুল গাঁধী এ নিয়ে অমেঠিতে কোনও মন্তব্য করতে চাননি। পুনিয়া জানান, তাঁরা রায় খতিয়ে দেখে মতামত দেবেন। বলেন, প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, তথ্যপ্রমাণ দেওয়া হয়নি, স্বীকারোক্তিমূলক বিবৃতিরও হদিশ নেই। সরকারপক্ষের তরফে গাফিলতি ছিল বলে মনে হয়।