মোদী সরকার ২ বছর পূর্ণ করেছে বলে আনন্দের কারণ নেই, বলল কংগ্রেস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2016 04:07 PM (IST)
নয়াদিল্লি/ মুম্বই: চাষবাস সংক্রান্ত বিপুল সমস্যায় ভুগছে ভারত। আরও বহু সমস্যা রয়েছে। এই সময় এত বিরাট করে মোদী সরকারের দু’বছর পূর্তি উৎসবের মানে কি? এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাল কংগ্রেস। মোদী সরকারের দু’বছরের শাসনকাল নিয়ে ৫৯ পাতার একটি পুস্তিকা প্রকাশ করেছে তারা। নাম দিয়েছে ‘প্রগতি কি থাম গ্যয়ি চাল, দো সাল, দেশ কা বুরা হাল’। তাতে তারা অভিযোগ করেছে, কেন্দ্রীয় সরকার ধীরেসুস্থে দেশের যাবতীয় আইকন ও সংস্থাকে শেষ করে দিতে চাইছে। একইভাবে তারা শেষ করে দিচ্ছে দেশের সবাইকে নিয়ে এগিয়ে চলার চরিত্রকে। পুস্তিকাটিতে অভিযোগ করা হয়েছে, অর্থনীতি, বিদেশনীতি, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের মত অসংখ্য ইস্যুতে ল্যাজে গোবরে হয়েছে এনডিএ। গত দু’বছরে দেশের ওপর গাঢ় হয়েছে হতাশার ছায়া। বিজেপি নেতারা ঘৃণার বার্তা প্রচার করে চলেছেন, যিনিই তাঁদের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, তাঁরই দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বরিষ্ঠ কংগ্রেস নেতা কপিল সিব্বল অভিযোগ করেছেন, গোটা দেশ যখন চাষবাস সংক্রান্ত সমস্যায় ভুগছে, হাজার হাজার কৃষক আত্মহত্যা করছেন, তখন উৎসবে এত মত্ত হওয়ার কারণ কি। অবিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ছোট করার চেষ্টা করেন বলেও কংগ্রেসের অভিযোগ। যদিও কংগ্রেসের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, দেশ নয়, খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কংগ্রেস দল নিজেই। ইউপিএ আমলের যাবতীয় ভুল এনডিএ আমলে ঠিক হচ্ছে।