লখনউ: সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগেই। এবার উত্তর প্রদেশের ১২টি জেল বেছে নিয়ে সেখানে গোশালা তৈরি করার কথা জানাল রাজ্য সরকার। জেলের বন্দিরাই গবাদি পশুগুলিকে খাওয়ানো, গোশালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, দুধ দোয়ানোর মতো সব কাজ করবেন। উত্তর প্রদেশের বিধানসভার চলতি অধিবেশনেই জেলে গোশালার জন্য রাজ্য সরকার অর্থ বরাদ্দ করবে বলে শোনা যাচ্ছে।

এর আগে গো সেবক কমিশন প্রভিন্সিয়াল আর্মড কনস্ট্যাবুলারি মাঠে গোশালা তৈরির প্রস্তাব দিয়েছিল। কিন্তু পুলিশ ও স্বরাষ্ট্র দফতর সেই প্রস্তাব নাকচ করে দেয়। এরপর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোশালা তৈরির উদ্যোগ নেন। এই প্রকল্পে বিলম্বের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থাও নেন তিনি।