নয়াদিল্লি: পাঁচ বছরের কমবয়সি শিশুদের জন্য এবার নীল রঙের আধার কার্ড চালু করল ইউনিক আইন্ডেফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। এই বিশেষ আধার কার্ডের নাম দেওয়া হয়েছে ‘বাল আধার’। এর জন্য শিশুদের বায়োমেট্রিক তথ্য দিতে হবে না। পাঁচ বছর বয়স পূর্ণ হলে অবশ্য বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক তথ্য দিতে হবে। ১৫ বছর বয়স হলে ফের বায়োমেট্রিক তথ্য দিতে হবে।

ইউআইডিএআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এক বছর বয়স হলেই ‘বাল আধার’-এর জন্য আবেদন করা যাবে। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের আধারের সঙ্গে তাদের বাবা-মা বা অভিভাবকের আধারের তথ্য সংযুক্ত থাকবে। পাঁচ বছর বয়স হয়ে যাওয়ার পর বিনা খরচে শিশুদের আধারের সঙ্গে বায়োমেট্রিক তথ্য যুক্ত করা হবে।