এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএসএফ আধিকারিকরা বলেছেন, নবরত্ন চৌধুরি এখন ছুটিতে নিজের বাড়িতে রয়েছেন। সেখান থেকেই তিনি ওই ভিডিও পোস্ট করেছেন। তাঁকে কাজে যোগ দিতে বলা হয়েছে এবং তাঁর অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্তকারী কমিটি গঠন করা হবে। বিএসএফ আধিকারিকরা আরও বলেছেন, নবরত্নর অভিযোগ করার অভ্যেস রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগগুলি ভিত্তিহীন। ফের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট, অফিসারদের বিরুদ্ধে মদ বিক্রির অভিযোগ বিএসএফ জওয়ানের
ABP Ananda, web desk | 29 Jan 2017 02:17 PM (IST)
গাঁধীধাম: সোশ্যাল মিডিয়ায় ফের ক্ষোভ উগরে দিলেন বিএসএফের এক জওয়ান।সীমান্ত রক্ষী বাহিনীতে করণিক হিসেবে কর্মরত ওই জওয়ানের অভিযোগের ভিডিও প্রকাশ্যে এল। ফেসবুকে ভিডিও আপলোড করে অভিযোগের কথা জানিয়েছেন গুজরাতের কচ্ছের গাঁধীধামে মোতায়েন বিএসএফ জওয়ান নবরত্ন চৌধুরি। তাঁর অভিযোগ, জওয়ানদের জন্য বরাদ্দ মদ বাইরের লোকেদের চড়া দামে বিক্রি করছেন পদস্থ অফিসাররা। জওয়ানের দাবি, বিএসএফ কর্তৃপক্ষকে এর আগে অভিযোগ করা হলে, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে ভিডিও আপলোড করেছেন বলে জানিয়েছেন এই জওয়ান। ভিডিও প্রকাশ্য আসার পর ওই জওয়ানের অভিযোগের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফের তরফে। উল্লেখ্য, কিছুদিন আগেই এক বিএসএফ জওয়ান সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শিবিরে নিম্নমানের খাবারের অভিযোগ তুলেছিলেন। সেই ঘটনা নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এবার রাজস্থানের বিকানেরের বাসিন্দা নবরত্ন চৌধুরি গত ২৬ জানুয়ারি যে ভিডিও পোস্ট করেছেন তাতে এক অসামরিক ব্যক্তিকে মদের বোতল নিয়ে যেতে দেখা যাচ্ছে। উল্লেখ্য,গুজরাতে মদ বিক্রয় ও মদ্যপান নিষিদ্ধ। নবরত্ন চৌধুরি বলেছেন, সংবিধানে সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে। কিন্তু বিএসএফ জওয়ানরা ওই অধিকার থেকে বঞ্চিত। তাঁরা ভালো খাবার দেওয়ার কথাও বলতে পারেন না বলে অভিযোগ নবরত্ন চৌধুরির। এ ব্যাপারে কেউ অভিযোগ করলে তাঁর সঙ্গে এমন ব্যবহার করা হয় যে, তিনি যেন কোনও গুরুতর অপরাধ করে ফেলেছেন। তাঁর আরও অভিযোগ, যে ব্যক্তি এসব অভিযোগ প্রকাশ্যে আনবেন, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়। দুর্নীতিগ্রস্তদের কিছুই হয় না। নবরত্ন চৌধুরির দাবি, সততার কারণে তাঁকে শাস্তির মুখে পড়তে হয়েছে। যতবারই তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, ততবারই তাঁকে বদলি করা হয়েছে।