লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে এবার একটি আমের নামকরণ করা হল। লখনউয়ের বিখ্যাত আম চাষি পদ্মশ্রী হাজি কলিমউল্লা এই আম ফলিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘যোগী আম’ স্বাভাবিকভাবেই ফলেছে। এটি বিখ্যাত দশেরি আমেরই একটি প্রজাতি। এই আম এখনও পাকেনি। ফলে স্বাদ কেমন হবে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে আশা করা যায়, এই আমের স্বাদ ভালই হবে।
কলিমউল্লা এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সচিন তেন্ডুলকর ও ঐশ্বর্য রাইয়ের নামে আম ফলিয়েছিলেন। তিনি জানিয়েছেন, বিখ্যাত ব্যক্তিদের অমর করে রাখার জন্যই তাঁদের নামে আম ফলান। ১৯৫৭ সাল থেকে তিনি আমের চাষ করছেন। একটি শতাব্দী প্রাচীন আম গাছে ১৯৮৭ সাল থেকে তিনি বিভিন্ন ধরনের আম ফলাচ্ছেন। পরিবারের সদস্যদের নামেও আমের নাম দিয়েছেন। আমের ফলনে বিশেষ সাফল্যের জন্য তিনি পদ্মশ্রী এবং উত্তর প্রদেশে সরকারের ‘উদয়ন পন্ডিত’ খেতাব পেয়েছেন।
যোগী আদিত্যনাথের নামে আম
Web Desk, ABP Ananda
Updated at:
07 May 2017 05:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -