নয়াদিল্লি: অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনের পর এবার পানামা পেপার্সকাণ্ডে নাম জড়াল অজয় দেবগনের। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, ব্রিটেনের ভার্জিন দ্বীপপুঞ্জের এক সংস্থা মেরিলিবন এন্টারটেইনমেন্টে বিনিয়োগ করেছেন অভিনেত্রী কাজলের স্বামী। সেই সংস্থায় তাঁর হাজারের ওপর শেয়ার রয়েছে।

পানামা-র আইনি সংস্থা মোজ্যাক ফনসেকার পক্ষ থেকে দাবি করা হয়েছে অজয় দেবগন ব্রিটেনের সংস্থায় নিশা যুগ এন্টারটেইনমেন্ট সংস্থার নামে শেয়ার বিনিয়োগ করেন। অভিনেতার এই সংস্থায় অর্ধেক মালিকানা রয়েছে তাঁর স্ত্রী কাজলের নামে। ২০১৩ সালে অজয় এই সংস্থার ডিরেক্টর পদে নিযুক্ত হন এবং ২০১৪ সালে সংস্থা আইনি স্বীকৃতি পায়।

এই খবর সম্পর্কে অভিনেতাকে প্রশ্ন করা হলে, তিনি জানান আরবিআই-এর সমস্ত নির্দেশিকা মেনেই সংস্থাটি তৈরি করা হয়। অভিনেতার দাবি, তিনি এবং তাঁর পরিবারের সদস্যেরা আইন মেনে এই সংস্থার সমস্ত কর জমা দিয়েছেন।
এর আগে পানামা কেলেঙ্কারিতে নাম জড়ায় বিগ বি এবং বচ্চন বহু অ্যাশের। যদিও দুই তারকাই সেই অভিযোগ অসত্য বলে দাবি করেন।