আউরিয়া (উত্তরপ্রদেশ): সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজ পার্টিকে একযোগে ‘স্ক্যাম’ বা ‘কেলেঙ্কারি’ বলে আক্রমণ করার কয়েক ঘন্টার মধ্যেই  নরেন্দ্র মোদীকে পাল্টা অখিলেশ সিংহ যাদবের। মোদী আজ ভোটমুখী উত্তরপ্রদেশে নির্বাচনী সভায় বলেন,  স্ক্যাম শব্দের ‘এস’ মানে সমাজবাদী পার্টি, ‘সি’ মানে  কংগ্রেস, ‘এ’ মানে অখিলেশ, ‘এম’ মানে মায়াবতী। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘স্ক্যাম’ শব্দের মধ্যে ‘এ’-র মানে অমিত শাহ, ‘এম’ মানে মোদী! আর স্ক্যাম কথাটির পুরো অর্থ তিনি  করছেন এভাবে, সেভ দি কান্ট্রি ফ্রম অমিত শাহ অ্যান্ড মোদী।

অখিলেশ বলেন, দেশকে বাঁচাতে হলে যে রাজনৈতিক নেতাদের নাম এ, এম দিয়ে  শুরু, তাঁদের কবল থেকে রক্ষা করতে হবে তাকে।

কংগ্রেসও প্রধানমন্ত্রীর মন্তব্যের নিন্দা করে বলেছে, একজন প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের ভাষা মানায় না। তিনি বরং কী করেছেন, সে কথা বলুন। আমাদের আগামীদিনের রূপরেখাটি কী, তা না বলে দেখছি কটাক্ষ করছেন। আসলে বিমুদ্রাকরণের ফলে দেশব্যাপী কী বিপর্য়য়, দুর্ভোগ নেমে এসেছে, তা উনি বুঝতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কংগ্রেস মুখপাত্র টম ভাডাক্কান বলেছেন এ কথা।

মোদীর অবশ্য আজকের প্রথম ভোট প্রচারসভায় দাবি, দুর্নীতিবাজরা নোট বাতিলের জেরে সর্বস্বান্ত হয়ে তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে, জোট বেঁধেছে। কংগ্রেস-সমাজবাদী জোটকেও তীব্র আক্রমণ  করেন প্রধানমন্ত্রী।