এবার পাসপোর্টের আবেদন হিন্দিতেও
Web Desk, ABP Ananda | 24 Apr 2017 03:39 PM (IST)
নয়াদিল্লি: এবার থেকে ইংরাজির পাশাপাশি হিন্দিতেও পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। সংসদের সরকারি ভাষা বিষয়ক কমিটি ২০১১ সালে এই সুপারিশ করেছিল। সম্প্রতি তাতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এরপরেই বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাসপোর্টের আবেদন দুটি ভাষাতেই করা যাবে। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, অনলাইনে পাসপোর্টের আবেদন করতে চাইলে হিন্দি ভাষার ফর্ম ডাউনলোড করে সেটি পূরণ করে আপলোড করা যাবে। সংসদীয় কমিটির সুপারিশে আরও বলা হয়েছে, পাসপোর্ট অফিসগুলির কম্পিউটারে হিন্দি ভাষায় কাজ করার ব্যবস্থা রাখতে হবে। বেশিরভাগ কাজকর্মই হিন্দিতে করতে হবে। পাসপোর্ট অফিস বা দূতাবাসগুলিতে হিন্দি জানা আধিকারিকদের শূন্যপদ পূরণ করতে হবে। সবকটি সুপারিশেই সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি।