চণ্ডীগড়: দেশপ্রেম বিতর্কে এবার ম্যাটে পা রাখলেন আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগীর ববিতা ফোগত। গুরমেহর কাউরকে চ্যালেঞ্জ করে তাঁর প্রশ্ন, যে দেশকে সমর্থন করে না, তাকে সমর্থন কীসের।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজস কলেজে উমর খালিদের অনুষ্ঠান নিয়ে দিনকয়েক আগে এবিভিপির সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনগুলির ব্যাপক মারামারি হয়। তখন ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী গুরমেহর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, তিনি এবিভিপিকে ভয় করেন না। নিজেকে কার্গিল শহিদের মেয়ে বলে দাবি করে তিনি বলেন, পাকিস্তান তাঁর বাবাকে মারেনি, মেরেছে যুদ্ধ। তিনি যুদ্ধ বিরোধী। এর জবাবে বীরেন্দ্র সহবাগ টুইট করে বলেন, তিনি দুটো ট্রিপল সেঞ্চুরি করেনি, করেছে তাঁর ব্যাট। টুইটটি সমর্থন করে হাসির ইমোজি পোস্ট করেন অভিনেতা রণদীপ হুডা।

আরও পড়ুন আমি ট্রিপল সেঞ্চুরি করিনি, ব্যাট করেছে: টুইটারে গুরমেহেরকে বীরুর বিদ্রূপ
ব্যস, ঘৃতাহুতি হয় বিতর্কে। সহবাগ, হুডাকে অনেকে প্রশ্ন করেন, মেয়েদের জন্মহার যেখানে সবথেকে কম সেই হরিয়ানার মানুষ বলেই কি তাঁরা মেয়েদের এভাবে নিজের মনের কথা বলা মানতে পারছেন না? এরপরেই ঘটনাস্থলে প্রবেশ ববিতা ফোগতের। তাঁর টুইট





গুরমেহরকে সমর্থনের অনুরোধ করতে বললে ববিতার জবাব





ববিতা জানিয়েছেন, ধর্ষণের হুমকি তিনি কখনও সমর্থন করেন না। কিন্তু দেশের বিরুদ্ধে একটা শব্দও শুনতে রাজি নন তিনি।