নয়াদিল্লি: বুকিং শুরু হল 'ভারত দর্শন' পর্যটন ট্রেনের। দেশের বিভিন্ন স্থানে ভ্রমণের কথা ভেবেই এই স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করেছিল ভারতীয় রেল।


এই প্যাকেজে একজনের একদিনে ভ্রমণের জন্য খরচ করতে হবে ৮৩০ টাকা। সপরিবারে ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য পূর্ব কিংবা দক্ষিণ ভারত, অথবা দেশের প্রধান প্রধান ধর্মীয় স্থানগুলি বেছে নিতে পারবেন যাত্রীরা।

ভারত দর্শন পর্যটন ট্রেনটিতে মোট ১০ টি কোচ। যাত্রীদের সুরক্ষার জন্য ট্রেনটিতে রয়েছে নিরাপত্তারক্ষী। প্যাকেজের মধ্যেই থাকবে ট্রেনের টিকিট, সড়ক পরিবহনের খরচ, থাকা-খাওয়ার যাবতীয় খরচ, সাইট সিয়িং সহ সবরকমের ব্যবস্থা।

‘পূর্ব দর্শন’ শুরু হচ্ছে ৮ মে। ট্রেনটি যাত্রা শুরু করবে চণ্ডীগড় থেকে। দিল্লি ক্যান্টনমেন্ট হয়ে সেটা যাবে জগন্নাথধাম পুরী, গঙ্গাসাগর, বৈদ্যনাথ ধাম, গয়া, বেনারস এবং অযোধ্যা।

‘৭ জ্যোতির্লিঙ্গ’ ভ্রমণ শুরু হবে ২৩ মে। সেই ট্রেনটিও ছাড়বে চণ্ডীগড় থেকে। দিল্লি ক্যান্টনমেন্ট হয়ে যাবে উজ্জয়িনী(ওঙ্কারেশ্বর এবং মহাকালেশ্বর), দ্বারকা (নাগেশ্বর), ভেরাভাল(সোমনাথ), ঔরঙ্গাবাদ (গ্রীষ্ণেশ্বর) এবং নাসিক (ভীমশঙ্কর এবং ত্র্যম্বকেশ্বর)।

এছাড়াও আরও একটি ‘৭ জ্যোতির্লিঙ্গ’ ট্যুর শুরু হবে ৬ জুন। দিল্লি থেকে ছেড়ে সেটি যাবে লখনৌ হয়ে সেটি যাবে সফদরজঙ্গ, উজ্জয়িনী (ওঙ্কারেশ্বর এবং মহাকালে), দ্বারকা (নাগেশ্বর), ভেরাভাল(সোমনাথ), ঔরঙ্গাবাদ (গ্রীষ্ণেশ্বর) এবং নাসিক (ভীমশঙ্কর এবং ত্র্যম্বকেশ্বর)।

‘দক্ষিণ দর্শন উইথ শিরডি’ ট্যুর প্যাকেজ শুরু হচ্ছে ২৭ জুন। চণ্ডীগড় থেকে। সেটিও দিল্লি ক্যান্টনমেন্ট হয়ে যাবে শিরডি, তিরুপতি, কাঞ্চিপুরম, রামেশ্বরম, মাদুরাই, কন্যাকুমারী, মাইসোর এবং ব্যাঙ্গালোর।